Wednesday 30 March 2016

ঘোর "কোহলি" -র সন্ধ্যা -১













ক্রিকেট পাগল জনতা দেখো উল্লাসে আত্মহারা
জিতেছে ভারত, আনন্দে তাই উঠলো মেতে পাড়া !

পিটিয়ে ছাতু করলো কেমন কোহলি এবং ধোনি
এরা দেশের রত্ন ওগো, মোদের চোখের মনি!!

কর্তা নাচেন, গিন্নি নাচেন, কোহলি প্রেমে পাগল 
আজ ডিনারে থাকবে প্লেটে কষা নধর ছাগল!

ক্রিকেট পুজো সবার সেরা, ভোলায় ব্যথা সকল,
Intolerance মিছিল-টিছিল বড্ড গেছে ধকল !

জমিয়ে এখন বসবে সবাই TV -র সেটটা খুলে।
কানহাইয়ার বক্তৃতা সব গেলেই বুঝি ভুলে?

"যাট" ভাইরা হই হই করে করছে কোটার দাবি,
ক্রিকেট বলে ব্রেক নিয়েছে, তাই তো বসে ভাবি!

পার্লামেন্টও  ঝিমিয়ে কেমন কেউ দেয় না গালি,
সবাই যেন খুশ্ মেজাজে, কেউ ছোঁড়ে না কালি !

মাল্য সাহেব উধাও হলেন হজম কোটি কোটি,
Kingও গেল, Fishও গেল, জুটবে না আর রোটি !

জ্বলছে দেখো দুনিয়া পুরো ব্রাসেলস কিম্বা লাহোর, 
কে মরছে, কে মারছে, যায়না করা ঠাহর!

এরই মাঝে কোহলি যখন কষিয়ে মারে ছয়,
সব ভুলে মন নেচে ওঠে, জয় ক্রিকেটের জয়!

ক্রিকেট ফিভার চললে পরে শান্তি থাকে দেশে,
দেশের সবাই "এক" হয়ে যায়  ক্রিকেট ভালোবেসে!



Title: Joydeep Mukherjee




No comments:

Post a Comment